৭ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপের প্রথম দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরের দুটি ম্যাচও কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে এরপর বাংলাদেশ যাবে মুম্বাইয়ে।
সুপার এইট পর্বে উঠতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে। সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
এরপর শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল। পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে হবে সেটি। নইলে আহমেদাবাদে হবে ফাইনাল।
কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | পাকিস্তান-নেদারল্যান্ডস | কলম্বো |
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ | কলকাতা |
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-যুক্তরাষ্ট্র | মুম্বাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নিউজিল্যান্ড-আফগানিস্তান | চেন্নাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-নেপাল | মুম্বাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড | কলম্বো |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | বাংলাদেশ-ইতালি | কলকাতা |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | জিম্বাবুয়ে-ওমান | কলম্বো |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-কানাডা | আহমেদাবাদ |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নেদারল্যান্ডস-নামিবিয়া | দিল্লি |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত | চেন্নাই |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | পাকিস্তান-যুক্তরাষ্ট্র | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান | আহমেদাবাদ |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | শ্রীলঙ্কা-ওমান | ক্যান্ডি |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | নেপাল-ইতালি | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-নামিবিয়া | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে | কলম্বো |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | কানাডা-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস | চেন্নাই |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | আয়ারল্যান্ড-ওমান | কলম্বো |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-বাংলাদেশ | কলকাতা |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | আহমেদাবাদ |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-নেপাল | মুম্বাই |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | যুক্তরাষ্ট্র-নামিবিয়া | চেন্নাই |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-পাকিস্তান | কলম্বো |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-ইতালি | কলকাতা |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নিউজিল্যান্ড-কানাডা | চেন্নাই |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | বাংলাদেশ-নেপাল | মুম্বাই |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | পাকিস্তান-নামিবিয়া | কলম্বো |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-নেদারল্যান্ডস | আহমেদাবাদ |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-ইতালি | কলকাতা |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে | কলম্বো |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | আফগানিস্তান-কানাডা | চেন্নাই |
| ২০ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | অস্ট্রেলিয়া-ওমান | ক্যান্ডি |

