যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে নিষিদ্ধ হয়েছে- মাওলানা আব্দুল হালিম

প্রকাশ :
যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে নিষিদ্ধ হয়েছে- মাওলানা আব্দুল হালিমকুড়িগ্রামে জামায়াতের সহকারী সেক্রেটারি
কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই খুবই অল্প সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে। উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে দিন দিন জাময়াতে ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
 
প্রধান অতিথি আরও বলেন, দায়িত্ব পালন, জনসেবা, জনকল্যাণ ও মানবিক সেবা এসব কিছুই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জামায়াতের একজন জেলা মজলিসে শূরা সদস্য একদিকে যেমন জনসম্পৃক্ততা বড়াবেন, তেমনিভাবে সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবেন। সংগঠনের পবিত্র পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে মজলিসে শূরার সদস্যগণ পাহারাদারের ভূমিকা পালন করেন। সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত শপথ বাক্যের আলোকে শূরা সদস্যগনকে স্ব-স্ব ক্ষেত্রে সংগঠনের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন শনিবার কুড়িগ্রাম জেলা কার্যালয়ে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমীর আবু আব্দুল্লাহ প্রমুখ।
 
অধিবেশনে নবনির্বাচিত ৩৩ জন শূরার সদস্য (পুরুষ ও মহিলা) গণ জেলা আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন। মজলিসে শূরার অধিবেশনে মাওলানা নিজাম উদ্দিন কে সেক্রেটারি এবং মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মুহাম্মাদ শাহ্জালাল সবুজ (২ জন) কে সহকারী সেক্রেটারি করে ৮ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট জেলা মহিলা বিভাগীয় কর্মপরিষদ গঠন করা হয়।

0 Comments
Sort By

এ সম্পর্কিত

No News Found