ফরহাদ মজার নামের এক বিষাক্ত সাপ তার ভেরিফাইড ফেসবুকে উল্লেখ করেছে 'ভাত দেবার মুরোদ নাই কিল দেবার গোসাই'
চট্টগ্রামের এ আঞ্চলিক প্রবাদের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি লিখেছেন বাংলাদেশ রাষ্ট্রটি খুবই দুর্বল তাই তাদের উচিত হয়নি চিন্ময় দাসকে গ্রেপ্তার করা।
ফরহাদ মজহার বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এতটাই দুর্বল মনে করেন, যে একজন ব্যক্তির চেয়েও রাষ্ট্রটি দুর্বল?
আদৌ কি এমন কখনো হয়, যে একটি রাষ্ট্র একজন ব্যক্তির চেয়েও দুর্বল!
না তা কখনো হয় না। কারণ রাষ্ট্র কখনো রাষ্ট্রের নাগরিকের চেয়ে দুর্বল হতে পারে না দুর্বল হলে সে রাষ্ট্র নাগরিককে ধারণ করতে পারে না। আর দুর্বল রাষ্ট্রের নাগরিক কখনো সেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে এটাও সম্ভব নয়।
ফরহাদ মজহার এবং তার সাগরেদরা বোঝাতে চেয়েছে যে চিন্ময় দাস তার একা নয় বাংলাদেশের সনাতনীরা চিন্ময় দাসেরা ভারতের এদেরকে সাজা দিতে গেলে ভারতের সাথে টক্কর লেগে যাবে।
ফরহাদ মজহার তো অনেক জ্ঞানী মানুষ; তার কাছে একটা জিজ্ঞাসা- কোথাও কি এমন হয়েছে ভারত তাদের কোন সনাতনী ধর্মালম্বিকে রক্ষার জন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়েছে?
ফরহাদ মজহার এর কাছে জানতে চাই ভারত যত শক্তিশালী রাষ্ট্র হোক বাংলাদেশের আইন ও বিচার কাজে তারা নাক গলাতে পারে?
তারচেয়েও বড় প্রশ্ন ভারতকি আদৌ এত শক্তিশালী কোন রাষ্ট্র? নাকি ভারতের গোলামেরা ফরহাদ মজহারের মত ভারতের পা চাটা দালালেরা ভারতকে প্রভু রাষ্ট্র মনে করে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র হিসেবে মনে করে?
ভৌগোলিকভাবে বাংলাদেশ যে অবস্থানে আছে তাতে ভারত তার নিরাপত্তার জন্য বরং বাংলাদেশকে সমীহ করে চলতে বাধ্য। আর এই মুহূর্তে ভারত বাংলাদেশ নিয়ে আরও বেশি ভীতসন্ত্রস্ত। কারণ এই মুহূর্তে বাংলাদেশে ভারতের মদদপুষ্ট সরকার নেই। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক বিরাজ করছে তা ভারতের জন্য ভীতিকর বটে। তো ভারতকে সেই ভয়টা মনে করিয়ে না দিয়ে ফরহাদ মজহার বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে জাতির সামনে উপস্থাপন করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমর্যাদাকে ক্ষুন্ন করেছেন।
বাস্তবতা হচ্ছে চিন্ময় দাস একজন সন্ত্রাসী শিশু নিপীড়নকারী নারীর চেতনকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে সাজা প্রাপ্ত বহিষ্কৃত ইসকন নেতা। তার কোন কর্মকাণ্ডের এবং বক্তব্যের দায় ভারত দূরে থাক ইসকন নামক সংগঠনটিও নিতে রাজি নয়। ইসকনের পক্ষ থেকে সে বক্তব্যটি সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে।
এরকম বহিষ্কৃত একজন ব্যক্তি কে ফরহাদ মজার কেন এতটা ভয় পেলেন যে তার নিজের রাষ্ট্রকেও দুর্বল ভাবছেন, তা আশা করি অনেকেরই বোধগম্য। মূলত ফরহাদ মজহার ইসকন ইন্ডিয়া এবং চিন্ময় দাসদের ভাড়াটে কলামিস্ট।
ফরহাদ মজহারের ফেসবুক পোস্টে রাষ্ট্রকে ভিনদেশি রাষ্ট্রের কাছে দুর্বল বলে উপস্থাপনের অপরাধে অবশ্যই তাকে বিচারের আওতায় আনা উচিত।
ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ফরহাদ মজহারের সঙ্গে সন্ত্রাসী শিশু নিপীড়নকারী চিন্ময় দাসের দহরম মহরম এর চিত্র।
ছবিতে গোল চিহ্নিত যে ছেলেটিকে ফরহাদ মজহারের সঙ্গে অন্তরঙ্গ ভঙ্গিতে দেখছেন, তাকে গতকালের হাঙ্গামায় বাটাম হাতে নেতৃত্ব দিতে দেখা গেছে।